স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর থানার আয়োজনে গতকাল বিকালে সদর থানার সম্মেলন কক্ষে সদর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান। তিনি বলেন, বিট পুলিশিং কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে হবে। আপনারা নিজ এলাকায় কোন দুস্কৃতিকারীদের দেখতে পেলে পুলিশকে খবর দিন। মাদক ইভটিজিং সন্ত্রাস, চোরাচালান প্রতিরোধ যথাযথ ভূমিকা রাখবেন। এলাকার নাশকতা, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। পুলিশ জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ৮নং ওয়ার্ড কমিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, সাবেক ইউপি সদস্য আব্দুল গনি, আনিছ খান চৌধুরী বকুল সহ সদর থানার সকল পুলিশ, গ্রাম পুলিশ সহ কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা।