সাতক্ষীরায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ সপ্তাহ ব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দেবহাটা উপজেলার বহেরা এটিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সপ্তাহ ব্যাপী অনূঃ ১৫ সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক জেলা ক্রীড়া অফিসার শেখ আবু সালেক। সপ্তাহ ব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহেরা এটিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির। অনূ ঃ ১৫ জন বালক এবং ১৫ জন বালিকা নিয়ে সাত দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি