স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকাল ১০টায় পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে প্রতিষ্ঠানের হল রুমে উপাধ্যক্ষ মহানন্দ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস সরদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিফ ইন্সট্রাক্টর ড. এম.এম নজমুল হক’র, ইন্সট্রাক্টর মাছুম বিলাহ, চীফ ইন্সট্রাক্টর কলোল রায়, ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের বিভাগীয় প্রধান ছিদ্দিক আলী, ইন্সট্রাক্টর মো. ফারুক হোসেন প্রমুখ। এর পূর্বে সকাল ৯টায় খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে এবং ইনস্টিটিউট চত্বরে এসময় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর আরএসি বিভাগীয় প্রধান মো. এনামুল হাসান।