সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল­াহ আল হাদী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন প্রফেসর মো: আমানউল­াহ আল হাদী। এর পূর্বে তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থী শহরের বাসিন্দা আমানউল­াহ আল হাদী ১৪তম বিসিএস এ শিক্ষা ক্যাডারের মাধ্যমে চাকুরী জীবন শুরু করেন। গতকাল তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। অধ্যক্ষ প্রফেসর আমান উল­াহ আল হাদী সাতক্ষীরা সরকারী কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে কলেজের ঐতিহ্য বজায় রেখে কাজ করবেন বলে মন্তব্য করেন। উলে­খ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারী কলেজ ২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন বাংলাদেশ সচিবালয় ঢাকা স্বাক্ষরিত ১০ মার্চের এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com