শুক্রবার, ০২ জুন ২০২৩, ০১:৪২ পূর্বাহ্ন

সাত ধাপ এগোল বাংলাদেশের মেয়েরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

এফএনএস স্পোর্টস: গত মাসে প্রথমবারের মত সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশের মেয়েরা। সাফের শিরোপা জেতায় মেয়েদের ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে। ফিফা সর্বশেষ ১৩ অক্টোবর প্রকাশিত র‌্যাংকিংয়ে ১৪৭ থেকে ১৪০তম অবস্থানে উঠে এসেছে সাবিনা-কৃষ্ণারা। নেপালে সাফের শিরোপা জেতার পথে এক ম্যাচেও হারেনি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। গ্র“পপর্বের তিন ম্যাচেই বড় ব্যবধানের জয়ে সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশের মেয়েরা। পাঁচবারের সাফ চ্যাম্পিয়ন ভারত এবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় র‌্যাংকিংয়ে পিছিয়েছে তিন ধাপ। ৫৮ থেকে নেমে গেছে ৬১তম স্থানে। সাফের ফাইনালে হারা নেপাল এক ধাপ পিছিয়ে এখন ১০৩তম অবস্থানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com