বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উদ্যোগে শহীদদের স্মরণে ইফতার মাহফিল কালিগঞ্জে দেশীয় অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ আটক—১ কালিগঞ্জে ওলামা দলের আহবায়ক কমিটি গঠন পরিপূর্ণভাবে ইসলামকে অঁাকড়ে ধরতে হবে —অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন আশাশুনি প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত কাশিমাড়ীতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সাতক্ষীরায় রোড শো অনুষ্ঠিত দেবহাটায় যুবদলের ভ্রাম্যমান ইফতারী বিতরণ রবিবার দিন রাত গুজবে গুজবে বিভ্রান্তিতে জনমানুষ শেষ পর্যন্ত প্রমাণ হলো গুজব, গুজবই গুজব রটনাকারীদের চিহ্নিত এবং আইনের আওতায় আনা জরুরী

সাপ্তাহিক ছুটি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী শাহবাজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

এফএনএস বিদেশ: ক্ষমতা গ্রহণের প্রথম দিনই পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাপ্তাহিক ছুটি কমিয়ে দিয়েছেন। এখন থেকে দেশটিতে সরকারি অফিস সপ্তাহে ছয়দিন খোলা থাকবে। আগে পাকিস্তানের সরকারি অফিসের সাপ্তাহিক ছুটি ছিল দুদিন। এ ছাড়া এখন থেকে সরকারি অফিসের কার্যক্রম সকাল ৮টায় শুরু হবে। আগে এটি ছিল সকাল ১০টায়। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের খবরে গতকাল মঙ্গলবার এ তথ্য জানা গেছে। এদিকে গত সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে (জাতীয় পরিষদ) দেওয়া প্রথম ভাষণে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন বাড়িয়ে ২৫ হাজার রুপি করার ঘোষণা দেন শাহবাজ। এর আগে এটি ১৫ হাজার রুপি ছিল। গত সোমবার পার্লামেন্টে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। ১ এপ্রিল থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলেও জানান নবনির্বাচিত প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রী শাহবাজ পবিত্র রমজান মাসে সস্তায় বাজারে মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। রমজানে বাজারগুলোতে কঠোর মনিটরিং নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি। এর আগে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে ইমরান খান ক্ষমতা হারানোর পর গত সোমবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের সভাপতি শাহবাজ শরিফ দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। শাহবাজ শরিফ ইমরান সরকার বিরোধী জোট থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। যদিও তাঁর নির্বাচনের সময় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগের ঘোষণা দিয়ে পার্লামেন্ট ওয়াক আউট করেন। শাহবাজ পার্লামেন্টে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হন। তাঁর প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছিলেন পিটিআইয়ের শাহ মাহমুদ কুরেশি। কিন্তু তাঁর দল ওয়াক আউট করায় তিনি কোনো ভোট পাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com