কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাঠুনিয়া রাজবাড়ি কলেজের অবসর প্রাপ্ত ইসলামী শিক্ষা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক হেমায়েত আলী আর নেই। গতকাল আছর নামাজ বাদ জামাতার বাড়িতে ইন্তেকাল করেন তিনি। দীর্ঘ দিন ডায়াবেটিকস প্যারালাইস সমস্যা ভুগছিলেন। ইন্না লিলাহে ..ওয়াইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি এক ছেলে ৫ মেয়ে নাতি,নাতনি, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি পীরগাজন পূর্বপাড়া জামে মসজিদে দীর্ঘদিন ইমামতির দায়িত্ব পালন করেন। তিনি বাগেরহাটের নাগরিক হওয়া সত্বেও প্রথমে দুলুবালা গ্রামে এসে মসজিদে ইমামতির মধ্য দিয়ে শুরু যাত্রা শুরু করেন। পারে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইসলামী শিক্ষা বিষেেয় মাস্টার্স পাশ করে কাঠুনিয়া রাজবাড়ি কলেজে ইসলামী শিক্ষা বিষয়ে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে উক্ত কলেজ প্রতিষ্ঠায় অন্যত্তম প্রতিষ্ঠাতা হিসেবে অবদান রেখেছিলেন। হাজারো মানুষের উপস্থিতিতে গতকাল ইশানামাজ বাদ দুলুবালা জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থান দাফন সম্পন্ন হয়।