শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

সাবেক ছাত্রলীগ নেতা সবুজ গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী সাবেক শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে তাকে কালিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হাকিম সবুজ শ্যামনগর উপজেলার ভুরুলিয়া সোনামুগাড়ি গ্রামের মাহবুবুর রহমান মাকুর পুত্র। এজাহার সূত্রে জানা যায়, গত ইং ৬ই ফেব্র“য়ারি সকাল ৯ টায় প্রাইভেট পড়তে নকিপুর গার্লস স্কুলে যাওয়ার প্রতিমধ্যে ওত পেতে থাকা সবুজ ও তার সহপাঠী হিমেল সহ অজ্ঞাত আরো দু তিনজন দশম শ্রেণির স্কুল ছাত্রীকে দুটি মোটর সাইকেলযোগে তুলে নিয়ে যায়। এরপর মুন্সিগঞ্জ কুলতলী এলাকায় আশরাফুল নামে একজনের বাড়িতে নিয়ে শারীরিক নির্যাতন ও গণধর্ষণকালে ভিকটিম এর চিৎকারে এলাকার লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে এবং আসামীগণ পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা দাখিল করে। মামলাটি বর্তমানে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীনে রয়েছে। ঘটনার পর থেকেই আসামী সবুজ ও হিমেল সহ অন্যান্য আসামীগণ আত্মগোপন করে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে বিশেষ অভিযানে গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার চৌমুহনী এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা সবুজকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে নিয়ে গেলে সে ধর্ষণের কথা স্বীকার করে। গতকাল বৃহস্পতিবার তাকে শ্যামনগর থানা থেকে সাতক্ষীরা জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান শ্যামনগর থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুশের্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com