বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৫:১৫ অপরাহ্ন

সুন্দরবনের অভয় অরণ্য থেকে ২টি নৌকা সহ ৭ জেলে আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযানে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৭ জেলে সহ ২টি নৌকা ৩১টি ফাঁস জাল আটক করেছে বনবিভাগ। সোমবার ভোর রাতে সাতক্ষীরা রেঞ্জের বন সরকারিএম কে এম ইকবাল হাসান নেতৃত্বে বনবিভাগ সদস্যদের কে নিয়ে অভিযান চালিয়ে পশ্চিম সুন্দরবনে আগুন জ্বালা ও ইলশেমারি এলাকা থেকে তাদের আটক করেন। এ সময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা, ৩১টি ফাঁস জাল, আহরনকৃত মাছসহ মাছ ধরার সরঞ্জাম জব্দ করে। জব্দকৃত মাল বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসে নিয়ে আসে। আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে হরিনগর গ্রামের আরশাদ আলীর ছেলে খান জাহান (৫০), খানজাহান আলীর ছেলে মাসুম বিল­াহ (২৫), মোহর আলী ছেলে নূর হোসেন (৩০), খুলনার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের সাহেব আলীর সানার ছেলে আলমগীর সানা (৪৫) বিএলসি নারী, সাইদুল মোড়লের ছেলে আঃআলিম (৪১), আরশাদ আলী সরদারের ছেলে হাফিজুর (৩৫), হৃদয় মন্ডলের ছেলে প্রদিপ কুমার, নূর মোহাম্মদের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭), সামছুর রহমানের ছেলে দলিল উদ্দিন (৪৫)। সাতক্ষীরা রেঞ্জের এসি এফ এম.কে.এম ইকবাল হোছাইন চৌধুরী কাছে জানতে চাইলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, বন আইনেই তাদের শাস্তির আওতায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com