সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

সুলতানপুর বড় বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান \ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে ভোক্তা অধিকার রক্ষায় গতকাল সুলতানপুর বড় বাজারে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাপ্পী দত্তের নেতৃত্বাধীন উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন ও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা উপ-পরিচালক মোঃ নাজমুল হাসান, নির্ধারিত মূল্য অপেক্ষা বেশী মূল্য নেওয়ায় সাধু সেন্টার ও সাধু এন্টার প্রাইজকে যথাক্রমে ১০,০০০ হাজার ও ২৫০০ টাকা জরিমানা করেন। এসময় ভ্রাম্যমান আদালত ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য সামগ্রী বিক্রয়ের উপর তাগিদ দেন। উপপরিচালক নাজমুল হাসান জানান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com