শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

সোনাডাঙ্গায় মা সমাবেশ করলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ প্রতিজন মা একটি শিক্ষালয়, মাই প্রথম এবং প্রধানতম শিক্ষক। মা সর্বাপেক্ষা বৃহৎ বিদ্যালয়, আর তাই নৈতিক, মানবিক মুল্যবোধ সম্পন্ন শিশুর পথিকৃত। মায়েরাই পারেন তার সন্তানকে সুশিক্ষিত এবং আদর্শ করে প্রতিমুখে পরিনত করতে। শিশুর ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার সহ সব ধরনের শিক্ষার মহান কারিগর। উপরোক্ত অতি মূল্যবান কথা বললেন সাতক্ষীরার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। তিনি গতকাল সদর উপজেলার সোনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন। বিপুল সংখ্যক মা ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন আপনার সন্তানদেরকে নিয়মিত এবং সময়মত স্কুলে পাঠাবেন। বিদ্যালয়ে পড়ালেখার খাতা যাচাই করবেন, নিজেরা ও স্কুলে এলে খোজ খবর নিবেন। স্বাস্থ্য বিধির বিষয়ে সতর্ক থাকবেন। আমাদের শিক্ষকগন আন্তরিকতার সাথে আপনাদের পরামর্শ গ্রহন ও প্রদান করবেন। এসময় তিনি মায়েদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও পরামর্শ শ্রবন করেন। জেলার প্রাথমিক শিক্ষার বাতিঘর অভিভাবকদের আরও বলেন সরকার উপবৃত্তি দিচ্ছে পোশাক খরচ দিচ্ছে আপনারা আপনাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভুলবেন না। একই দিনে তিনি জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় দু’টির পাঠদানে সন্তোষ প্রকাশ করেন। এসময় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা, প্রধান শিক্ষক শারমীন আক্তার সহ সহকারী শিক্ষকগন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com