মোখলেছুর রহমান, সোনাবাড়িয়া (কলারোয়া) থেকে ॥ সাতক্ষীরা কলারোয়ার ঐতিহ্যবাহী সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ফেব্র“য়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে স্কুলের মাঠ প্রাঙ্গনে এসএসসি পরীক্ষার্থীদের-২৪’ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আরম্ভ হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আখতার আসাদুজ্জামান (চান্দুর) সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন অত্র ৬নং ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বেনজীর হোসেন (হেলাল)। বক্তব্য তিনি বলেন, তোমরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার একমাত্র দক্ষ হাতিয়ার হিসেবে গড়ে উঠবে, তোমাদের কাছ থেকে অনেক কিছু দেশ ও সমাজ প্রত্যাশা। একজন ভালো ছাত্র-ছাত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে পরিবারের ও দেশের গৌরবময় ইতিহাস রচনা করবে। মাধ্যমিক শেষে উচ্চমাধ্যমিক পড়ার জন্য ভালো কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ার জন্য যেতে হবে, এজন্য সকলেই সুন্দর ভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে হবে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সোনার বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজুয়ারা খাতুন,অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ জিয়ারুল হক, দাতা সদস্য ও ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম, অভিভাবক সদস্য ও সাবেক ইউপি সদস্য মোঃ আনারুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ মনিরুল ইসলাম, অভিভাবক সদস্য নবীছদ্দীন সরদার, শিক্ষক আঃ ওয়াদুদ, স্বপন কুমার চৌধুরী, হুমায়ূন কবির, আঃআজীজ, স্বপ্না রানীসহ শিক্ষকমন্ডলী, অভিভাবক, সূধি ও শিক্ষার্থীবৃন্দ। বিদায়ী শিক্ষার্থী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন তারানা আফরোজ, সাদিয়া বৃষ্টি, রিফাত, ৯ম লাবনী ছিদ্দীকা, ৮ম শাকিবুল ইসলাম, ৭ম রোহিতা জান্নাত। সবশেষে দোয়া ও মোনাজাত করেন ধর্মীয় শিক্ষক কামাল হোসেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ রুহুল কুদ্দুস। অনুষ্ঠানে শেষে স্কুলের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।