সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে হাসিনার স্বৈরতন্ত্র: কূটনীতিকদের ইউনূস ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের নলতা আহসানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষের দুর্নীতি ॥ উত্তাল নলতা ॥ শিক্ষক কর্মচারীরা মতবিনিময় করলেন ডাঃ শহিদুল আলম ও চেয়ারম্যান আজিজুর রহমানের সাথে মহামারীর দ্বারপ্রান্তে গাজা আলোচনায় থাইল্যান্ড ॥ বন্দী থাকসিন মুক্ত হরিনগর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানদের মাঝে নগদ অর্থ প্রদান পাইকগাছায় একটি বাঁশের সাঁকো পারাপারে এলাকাবাসীর চরম ভোগান্তি মাথাভারি হচ্ছে প্রশাসনের ॥ বাড়ছে সরকারের দু:চিন্তা ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এর পদত্যাগ দাবীতে-মানববন্ধন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

সৌদি ফুটবলে মাহরেজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: সৌদি আরবের ফুটবলে যে নক্ষত্ররাজি জ¦লজ¦ল করতে শুরু করেছে গত কিছু দিনে, সেখানে এবার যোগ হলো নতুন আরেক তারকা। সা¤প্রতিক গুঞ্জনকে সত্যি করে ম্যানচেস্টার সিটি ছেড়ে সৌদি ক্লাব আল আহলিতে নাম লেখালেন রিয়াদ মাহরেজ। জেদ্দা ভিত্তিক ক্লাবটি অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সৌদি সরকার পরিচালিত টিভি চ্যানেল আল এখবারিয়া শুক্রবার টুইটারে নিশ্চিত করে এই খবর। চুক্তির বিস্তারিত আর কিছু এখনও জানা যায়নি। লেস্টার সিটিতে নজরকাড়া পারফরম্যান্সের পর ২০১৮ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন মাহরেজ। মাত্র গত বছরই সিটিতে চুক্তির মেয়াদ বাড়ান তিনি ২০২৫ সাল পর্যন্ত। কিন্তু সেই পথচলা থমকে গেল এখনই। মূলত মিডফিল্ডার হলেও পেপ গুয়ার্দিওলা তাকে উইঙ্গার হিসেবে খেলাতে থাকেন নিয়মিত। সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩৬ ম্যাচ খেলে ৭৮ গোল তার, গোলে সহায়তা করেছেন ৫৯টিতে। এবার এফএ কাপ জয়ের পথে সেমি-ফাইনালে করেন তিনি হ্যাটট্রিক। ৩২ বছর বয়সী এই আলজেরিয়ান সিটির হয়ে ৫ বছরে জিতেছেন ১১টি ট্রফি। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাই ৪টি। এছাড়াও লিগ কাপ জিতেছেন ৩টি, এফএ কাপ দুটি এবং চ্যাম্পিয়ন্স লিগ ও কমিউনিটি শিল্ড ১টি করে। প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিলেন তিনি লেস্টার সিটির হয়েও। আলজেরিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি ৮৩ ম্যাচ। দেশটির হয়ে যা পঞ্চম সর্বোচ্চ। গত জানুয়ারিতে ক্রিস্তিয়ানো রোনালদো আল নাস্রে যোগ দেওয়ার পর এই মৌসুমে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবের ফুটবলে যোগ দিয়েছেন আরও অনেক তারকা। দ্বিতীয় বিভাগে নেমে গিয়ে এক মৌসুম পরই শীর্ষ লিগে উঠে আসা আল আহলি এবার মাহরেজের আগে লিভারপুল থেকে দলে নিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো ও চেলসি থেকে সেনেগালের গোলকিপার এদুয়াঁ মঁদিকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com