মানবদেহ সুস্থ থাকলে শরীর সুস্থ থাকে, এখানে মানব দেহ এবং শরীরকে বিভেদ করার সুযোগ নেই। মানুষের দেহ এবং শরীর এক এবং অভিন্ন, বিধায় স্বাস্থ্য ভাল থাকলে শরীর ভাল থাকে এবং থাকবে এটাই বাস্তবতা, কথায় বলা হয় স্বাস্থ্যই সকল সুখের মুল। বাংলাদেশ এক সময় স্বাস্থ্য হীনতার দেশ হিসেবে পরিচিত থাকলেও বর্তমান সময়ে বাংলাদেশ বিশ্ব ব্যবস্থায় অতি উন্নত, এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে উন্নত বাংলাদেশ হিসেবে পরিচিতি পেয়েছে। আমাদের দেশের অর্থনীতিতেও সা¤প্রতিক সময় গুলোতে চিকিৎসা কাঙ্খিত ভূমিকা পালন করে চলেছে। আলেখ্য বিশেষ ভাবে একদা দেশের বিত্তশালীদের একটি অংশ এবং জটিল ও কঠিন রোগে আক্রান্ত ধনীক শ্রেনিদের একটি অংশ বিদেশে চিকিৎসা সেবা গ্রহনের জন্য আসা যাওয়া করতো আর এ জন্য দেশকে প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা খরচ করতে হতো। কিন্তু বাস্তবতা হলো দেশের টাকা পূর্বের ন্যায় চিকিৎসার জন্য বিশ্ব বাজারে বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে না। আমাদের দেশে শিশু মৃত্যু, নারীর সন্তান জন্মদান মৃত্যু, ডায়েরিয়া, কলেরা, আমাশয় সহ বহুবিধ রোগের ঔষধ ও চিকিৎসা দেশেই সম্পন্ন হচ্ছে। গতকাল ছিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। আমাদের দেশেও পালিত হয়েছে স্বাস্থ্য দিবস, এই দিনটিতে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হোক আমরা স্বাস্থ্য হীনতায় কোন ধরনের ভুমিকা রাখবো না, আমরা স্বাস্থ্য রক্ষায় এবং স্বাস্থ্যবান জাতি সৃষ্টিতে কাজ করবো। আজকের শিশুদেরকে স্বাস্থ্য ও শক্তিবান হিসেবে গড়ে তুলতে হবে তবে না আমরা আমাদের আগামী দিনের সুখ, সমৃদ্ধ ও স্বাস্থ্যবান জাতি পেতে পারি।