মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে এক কোটি পরিবার পাবে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো: অর্থ উপদেষ্টা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুযোগ নিতে পারবে না রোহিঙ্গারা: স্বরাষ্ট্র উপদেষ্টা বাজারে এত স্বর্ণ অথচ আমদানি নেই: এবিআর চেয়ারম্যান ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু কুষ্টিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা রাজধানীর খাল উদ্ধারের উদ্যোগ অডিট নিয়ে চরম দ্বন্দ্বে সরকারি দুই সংস্থা বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের দাবি পূরণের আশ্বাস মন্ত্রণালয়ের বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানি দিন, সীমান্ত হত্যা বন্ধ করুন: ভারতকে মির্জা ফখরুল

হাইকোর্টের স্ট্যাটাস-কো আদেশ অবমাননার অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি \ তালায় হাইকোর্টের স্ট্যাটাস-কো আদেশকে অবমাননা করে বিরোধপূর্ন জমি বারবার দখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী খলিলুর রহমান তালা থানায় ২ দফা অভিযোগ দায়ের করেছেন। এরপরও দূর্র্বৃত্ত প্রতিপক্ষদের জমি দখলের চেষ্টার ঘটনায় খলিলুর রহমান সহ তার পরিবারের সদস্যরা আতংকের মাঝে রয়েছে। উপজেলার শিবপুর গ্রামের মৃত. শাহাদাৎ মোড়ল’র ছেলে খলিলুর রহমান জানান, তালা বাজারের এস.এ ৯১ খতিয়ানের, ১২৩ দাগের ৬শতক জমি নিয়ে মৃত. দুলাল সাধু’র ছেলে বরুন সাধু, মদন সাধু এবং মৃত. সাধন সাধু’র ছেলে নিত্যানন্দ সাধু গংদের সাথে তাদের বিরোধ রয়েছে। এবিষয়ে মহামান্য হাইকোর্টে সিভিল রিভিশন মামলা (৭৭২/২০২২) চলমান রয়েছে। এই মামলায় গত ১৬ মে উক্ত জমির উপর ৬ মাসের জন্য স্থিতিবস্থা বা স্ট্যাটাস-কো আদেশ দেয়া হয়। এই আদেশের কপি ইতোমধ্যে উভয় পক্ষ অবহিত হয়েছে। কিন্তু, হাইকোর্টের আদেশ পাবার পরও বরুন সাধু ও মদন সাধু গং উক্ত জমির উপর পাকা ঘর নির্মান কাজ শুরু করে। এবিষয়ে গত ২২/০৫/২২ তারিখে তালা থানায় একটি অভিযোগ দায়ের করা হলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেন। এরপর আবারও মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে প্রতিপক্ষরা ওই জমিতে পাকা ঘর নির্মানের কাজ শুরু করলে গত ১৫ জুন তালা থানায় আরও একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তৎক্ষনাত ঘটনাস্থলে আসলে দূর্বৃত্ত বরুন সাধু গং কাজ বন্ধ করে। হাইকোর্টের আদেশ বারবার অমান্য করে তর্কিত জমিতে ঘর নির্মান এবং জমি দখল চেষ্টা অব্যাহত রাখায় ভুক্তভোগী খলিলুর রহমান ও তার পরিবারের সদস্যরা আতংকের মাঝে রয়েছে। এঘটনায় তিনি উর্দ্ধতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যপারে জানতে চাইলে অভিযুক্ত বরুন সাধু হাইকোর্টের নোটিশ পাবার কথা স্বীকার করলেও পাকা ঘর নির্মানের কথা অস্বীকার করে বলেন, আজ আমরা জমি থেকে বাশ ও খুটি সরিয়ে নিচ্ছিলাম। এবিষয়ে তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে ডেকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য বলা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com