শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কয়রায় উৎসবমুখর পরিবেশে খুলনা-৬ মনোনয়ন পত্র জমা দিলেন নৌকার মাঝি মোঃ রশীদুজ্জামান খুলনা-১ আসনে আ’লীগের প্রার্থী ননী গোপালের মনোনয়নপত্র জমা চাপড়ায় বীর মুক্তিযোদ্ধা মান্নানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরায় দ্বাদশ জাতীয় সংসদ বিভিন্ন দলের ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল যুদ্ধ বিরতির মাঝেই ইসরাইলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তীনি নিহত প্রতাপনগরে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক মহড়া কালিগঞ্জে নৌকার মনোনিত প্রার্থীর আগমনে উপজেলা আ“লীগের বর্ধিত সভা কালিগঞ্জ মাস ব্যাপী আয়কর তথ্য ও সেবা মাস অনুষ্ঠিত ফিংড়ীতে ৮ দলীয় গাদন দাঁড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত বন্ধকাটি মুজিবকিল্লার নতুন ভবন পরিদর্শন

হামাস লড়ছে সুড়ঙ্গ থেকে ঃ ইসরাইলের হামলা গাজার সর্বত্র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

দৃষ্টিপাত ডেস্ক ॥ ফিলিস্তীনিদের নিশ্চিহৃ করনের ক্ষেত্রে দখলদার বাহিনী ইসরাইল নতুন নতুন পদ্ধতির অবলম্বন ঘটাচ্ছে। প্রতিদিনই হামলার ক্ষেত্র বিস্তৃত ঘটছে। অত্যাধুনিক বিমান হামলা এবং স্থল অভিযানের ক্ষেত্র ও বিস্তৃত করছে। আরব নেতারা যে কোন সময়ে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে হামলায় অংশ নিতে পারে। ইসরাইলের হামলা এবং হত্যাযজ্ঞ মসজিদ, হাসপাতাল, শরনার্থী শিবির সর্বত্র বিস্তৃত করেছে। অন্তত তিন দফায় গাজার হাসপাতালে ইসরাইলের বিমান বাহিনীর বিমান হতে বোমা হামলা পরিচালনা করা হয়েছে। এখানেই শেষ নয় দ্বিতীয় দফায় ইসরাইলী বাহিনী গাজার শরনার্থী শিবিরে বিমান হামলা পরিচালনা করে শতাধীক আশ্রয়হীন ফিলিস্তীনিকে হত্যা করেছে। গত কয়েকদিন যাবৎ গাজায় লাশ আর লাশ, রক্ত আর রক্ত। আহতদের আত্মচিৎকারে গাজার আকাশ বাতাস ভারী হচ্ছে। এদিকে হামাস যোদ্ধারা তাদের বীরত্ব দেখিয়ে চলেছে এবং প্রতিরোধ হামলা অব্যাহত রেখেছে। গতকাল হামাস যোদ্ধারা প্রতিরোধ হামলা চালিয়ে আরও এক ইসরাইলী সেনাকে হত্যা করেছে। এবার ইসরাইলী সেনাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ ফিলিস্তীনিদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে। আর এর অন্যতম কারন ইসরাইলী সেনাদের হামাস যোদ্ধা আতঙ্ক, ইহুদী সেনাদের যুদ্ধে নিয়োজিত করতে ইসরাইলী কর্তৃপক্ষকে একদিকে আইন প্রনয়ন ও প্রয়োগ করতে হচ্ছে অন্যদিকে ধর্মীয় বিষয়গুলো সামনে আনা হচ্ছে। বাস্তবতা হলো ইসরাইল বর্তমান সময়ে ফিলিস্তীনিদের নির্মূল করতে যতটুকু না শক্তিক্ষয় করছে সে অপেক্ষা তারা আতঙ্কিত হয়ে আতঙ্ক ছড়াচ্ছে। প্রতিদিনই ইসরাইলের অভ্যন্তরে ব্যাপক ভিত্তিক বিক্ষোভ হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট নেতা নিহায়ুর বিপক্ষে অবস্থান নিয়েছে অধিকাংশ ইহুদীরা। কেবল সাধারন ইহুদীরা নয় দেশটির সরকারের মধ্যে দ্বিধাবিভক্ত ও মত বিরোধ স্পষ্ট হতে স্পষ্ট হচ্ছে। মন্ত্রিসভার অধিকাংশ সদস্য নেতানিহানুকে বিশ্বাস করছে না। সরকারের মধ্যেই দৃশ্যতঃ বিভাজন সমগ্র গাজা উপত্যকাকে ধ্বংসের মিশনে নামা হচ্ছে কেন? আবার মন্ত্রিদের এক অংশের দাবী পুরো গাজা ধ্বংস এবং ফিলিস্তিনিদের নিশ্চিহৃ করন। এরই মধ্যে ইসরাইল এক মন্ত্রী গাজায় পারমানবিক বোমা বিস্ফরনের পক্ষে মতামত ব্যক্ত করে বলেছে কেবল মাত্র পারমানবিক বোমার মাধ্যমেই গাজাকে ধ্বংস করা সম্ভব। গত কয়েকদিন যাবৎ ইহুদীদের মধ্যে বিশেষ আতঙ্ক ভর করেছে তাদের এক ধর্মীয় নেতার ভবিষ্যত বানী। উক্ত ধর্মীয় নেতা ভবিষ্যৎ বাণী করে গেছেন যে কোন ইহুদীরাষ্ট্র আশি বছরের বেশী স্থায়িত্ব হবে না। ইতি পূর্বেকার গঠিত ইসরাইল রাষ্ট্রগুলো আশি বছরের বেশী স্থায়ী লাভ করেনি। সেই হিসেবে বর্তমান ইহুদী রাষ্ট্র ইসরাইলের দুই হাজার চব্বিশ সালে আশি বছর পূর্তি হবে। উল্লেখ্য ইসরাইল রাষ্ট্রটি অর্থাৎ ইহুদীরাষ্ট্রটি ১৯৪৮ সালের ২৪ মে প্রতিষ্ঠিত হয়। ইহুদীদের মাঝে বর্তমান সময়ে একে অপরের প্রতি আত্মবিশ্বাস দারুন ভাবে হ্রাস পাচ্ছে। ইহুদীরাষ্ট্রটি ভেঙ্গে যাবে কিনা সেই দুশ্চিন্তা ইহুদীদের মাঝে ভর করে চলেছে। এদিকে মিশরের আল ফারাহ সীমান্ত দিয়ে গতকাল ও ত্রানবাহী ট্রাক গাজায় অনুপ্রবেশ করেছে। ইসরাইলী সেনারা ত্রানবাহী ট্রাকগুলো চেকিং করে প্রবেশের অনুমতি দিচ্ছে। আরব নেতারা একজোট হয়ে ইসরাইলী হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গতকাল জর্দানের বিমান বাহিনীর একাধিক বিমান গাজার আকাশ হতে ফিলিস্তীনিদের জন্য নানান ধরনের ঔষধ ও চিকিৎসা সামগ্রী ফেলেছে। ফিলিস্তীনিদের ইতিহাসে এমন দূর্যোগময় পরিস্থিতির মুখোমুখি হতে হইনি। সমগ্র গাজা উপত্যকা যুদ্ধের পরিধি কোন এলাকা যেন যে এলাকাতে দখলদার ইসরাইলি বাহিনীর বিমান বাহিনী বিমান হতে বোমা নিক্ষেপ করছে না। মিশরের পক্ষ হতে সে দেশের সীমান্ত খুলে দেওয়ায় ফিলিস্তীনিদের মাঝে স্বস্তি বিরাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপই কেবল পারে যুদ্ধ বিরতি এবং ফিলিস্তীনিদের উপর হামলা বন্ধ। ইসরাইলের হামলা অব্যাহত ও চলমান থাকলে আগামী দিন গুলোতে ইসরাইল ও হামাস যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে যেতে পারে। আধুনিক বিশ্ব আবারও এক বিশ্ব যুদ্ধের প্রতিধ্বনি কি দেখছে?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com