ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব সাতক্ষীরার কৃতি সন্তান ডা. দিলীপ কুৃমার ঘোষ ৫ দিনের সরকারী সফরে আজ সাতক্ষীরায় আসছেন। তার সাতক্ষীরা সার্কিট হাউসে পৌছাবার রাত ৯টায় কথা। ৫ দিনের সফর শেষে রবিবার দুপুরে তিনি সাতক্ষীরা ত্যাগ করবেন। তার সাথে সার্বক্ষনিক সফরসঙ্গী হিসেবে থাকবেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, ট্রাস্টের সাতক্ষীরা জেলার সহকারী প্রকল্প পরিচালক শ্রী অপূর্ব আদিত্য, ফিল্ড অফিসার শ্রী সঞ্জয় সরকার ও শ্রী মিন্টু হালদার। সফরকালে তিনি কলারোয়ার সোনাবাড়িয়া মঠবাড়ি, কেড়াগাছি শ্রী শ্রী হরিদাস ঠাকুরের মন্দির, শ্যামনগর ঈশ্বরীপুর শক্তিপীঠ, দেবহাটা ভারত সেবাশ্রম ও প্রনব মঠ, পাটাবাড়ি, পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি, শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির, কাটিয়া লষ্করপাড়া মন্দির, সাতক্ষীরা সদর সার্বজনীন মন্দির নারিকেলতলা, পলাশপোল সার্বজনীন পূজা মন্ডপ, গুড় পুকর মনসাতলা মন্দির, ছয়ঘড়িয়া জোড়া শিব মন্দির, আালিপুর নাথপাড়া গেবিন্দ মন্দির পরিদর্শন করবেন এবং মন্দির ভিত্তিক শিশু ও ব্য়স্ক শিক্ষা পকল্পের স্কুল ও গীতা শিক্ষা স্কুল পরিদর্শন করবেন। সেইসাথে প্রকল্পের আওয়তায় সংস্কারকৃত ও সংস্কারের প্রস্তাবিত মন্দিরগুলো পরিদর্শন করবেন। উলেখ্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুৃমার ঘোষ সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগরের কৃতি সন্তান। সাতক্ষীরা অবস্থানকালে তিনি জেলার বিভিন্ন স্তরের সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করবেন।