কলারোয়া প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় ২১ কেজি ৭০০ গ্রাম রুপা ফেলে পালিয়েছে চোরাকারবারিরা। বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে কলারোয়া থানার সামনে ওইসব রুপা ফেলে পালিয়েছে। স্থানীয়রা জানায়, চোরাকারবারিরা একটি মোটরসাইকেল যোগে যাচ্ছিল। পথিমধ্যে থানার সামনে আসলে তাদের মোটরসআকেলের সামনে একটি কুকুর পড়লে তারা ধাক্কা খেয়ে পড়ে যায়। এ সময় তাদের কাছে থাকার রুপার ব্যাগটি ছিড়ে যায়। এ সময় তারা রুপার ব্যাগটি নিতে গেলে স্থানীয় তাড়া করলে ব্যাগটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে থানা পুলি ঘটনাস্থলে এসে রুপাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ সত্যতা নিশ্চিত করেছেন।