এফএনএস: দেশের সব আদালতের (জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং তাদের উদ্দেশে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ বিষয়ে স্মারক জারি করেছে আইন মন্ত্রণালয়। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এই অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি। স্মারকে বলা হয়, বিচার বিভাগে আরও গতিশীলতা আনার লক্ষ্যে জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মতবিনিময় এবং দিক-নির্দেশনামূলক অভিভাষণ দেবেন। দেশের সব বিচার বিভাগীয় কর্মকর্তাদের (চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত একজন করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) উপস্থিত থাকতে বলা হয়েছে।