বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অভিযান চালিয়ে ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ৯ জুন সকাল ৬ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক উপজেলার শৈলখালীর হিঙ্গলহগঞ্জ নদীর পূর্ব পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নদীর পাড়ে ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ তাদের থামার সংকেত দেয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১টি বাজারের ব্যাগে পলি দিয়ে মোড়ানো ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করতে সক্ষম হয়। পরবর্তীতে জব্দকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের করা হয়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল ঘটনা সত্যতা নিশ্চিত করেন দৈনিক দৃষ্টিপাত জানান, কোস্ট গার্ড কর্তৃক জব্দকৃত গাঁজা থানায় হস্তান্তর করেছে। থানায় একটি জিডি হয়েছে।