শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কয়রায় উৎসবমুখর পরিবেশে খুলনা-৬ মনোনয়ন পত্র জমা দিলেন নৌকার মাঝি মোঃ রশীদুজ্জামান খুলনা-১ আসনে আ’লীগের প্রার্থী ননী গোপালের মনোনয়নপত্র জমা চাপড়ায় বীর মুক্তিযোদ্ধা মান্নানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরায় দ্বাদশ জাতীয় সংসদ বিভিন্ন দলের ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল যুদ্ধ বিরতির মাঝেই ইসরাইলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তীনি নিহত প্রতাপনগরে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক মহড়া কালিগঞ্জে নৌকার মনোনিত প্রার্থীর আগমনে উপজেলা আ“লীগের বর্ধিত সভা কালিগঞ্জ মাস ব্যাপী আয়কর তথ্য ও সেবা মাস অনুষ্ঠিত ফিংড়ীতে ৮ দলীয় গাদন দাঁড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত বন্ধকাটি মুজিবকিল্লার নতুন ভবন পরিদর্শন

৫৮ তম বার্ষিকী পবিত্র ওরছ শরীফ আগামী ৯, ১০ ও ১১ ফেব্র“য়ারী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি\ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর-এ কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসা¤প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক, ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল­াহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল­া (রঃ) এঁর ৫৮ তম বার্ষিকী ৩ দিন ব্যাপী পবিত্র ওরছ শরীফ আগামী ইং ৯, ১০ ও ১১ ফেব্র“য়ারী- ২০২২, বাং ২৬, ২৭ ও ২৮ মাঘ- ১৪২৮, রোজ- বুধ, বৃহস্পতি ও শুক্রবার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় পাক রওজা শরীফ প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। উক্ত ওরছ শরীফের ১ম দিন ৯ ফেব্র“য়ারী বাদ ফজর হতে পাক রওজা শরীফে খতমে কোরআন মজিদ, মিলাদ শরীফ ও কুতুবুল আকতাব হজরত হাজী হাফেজ সৈয়দ ওয়ারেছ আলী শাহ (রঃ) এঁর রুহের উপর ছওয়াব রেছানী । সাড়ে ৯ টা হতে হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহছানউল­া (রঃ) এঁর বেছাল শরীফ উপলক্ষ্যে কলেমাখানি, কুলখানী, আলোচনা সভা ও মিলাদ শরীফ। রাত্র ১১ টা হতে হজরত রছুলে করীম (ছাঃ) ও আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা শেষে তাহাজ্জদ নামাজ, ফজরের নামাজ ও মোনাজাত। ২য় দিন ১০ ফেব্র“য়ারী বাদ ফজর হতে পাক রওজা শরীফে খতমে কোরান মজিদ, মিলাদ শরীফ ও কুতুবুল আকতাব হাজী হাফেজ হজরত সৈয়দ ওয়ারেছ আলী শাহ (রঃ) এঁর রুহের উপর ছওয়াব রেছানী এবং পীর কেবলা হজরত খানবাহাদুর আহছানউল­া (র.) এঁর আত্বীয়-স্বজন ও ভক্তবৃন্দের রুহের মাগফেরাত কামনা ও আলোচনা সভা। বেলা ১১.৩০ টা, বাদ আছর ও বাদ এশা পাক রওজা শরীফে চাঁদর পেশ। বিকাল সাড়ে ৩ টা হতে হজরত রছুলে করীম (ছাঃ) ও আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা শেষে তাহাজ্জদ নামাজ, ফজরের নামাজ ও মোনাজাত। ১১ ফেব্র“য়ারী বাদ ফজর হইতে পাক রওজা শরীফে খতমে কোরান মজিদ, মিলাদ শরীফ ও হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহছানউল­া (র.) এঁর পাক রুহের উপর ছওয়াব রেছানী, বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়ার অনুষ্ঠান ও আখেরী মোনাজাত। অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিছের আলোকে মূল্যবান আলোচনাসহ ওলি-আউলিয়াগণের জীবন দর্শন সম্পর্কে বহু ওলামায়ে কেরামগন আলোচনা করিবেন। উক্ত ওরছ শরীফে হাজির হয়ে দো-জাহানের অশেষ নেকি হাসিল করার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষ সকলকে আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com