রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

৬৪০ মেট্রিক টন সার নিয়ে ভৈরব নদে জাহাজডুবি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস: ইউরিয়া সার বোঝাই একটি জাহাজ যশোরের অভয়নগরে ভৈরব নদে ডুবে গেছে। গত বুধবার রাতে নওয়াপাড়া এলাকার পীরবাড়ি খেয়াঘাটের পাশে ভৈরব নদে এমভি শারিব বাঁধন নামে জাহাজটি ডুবে যায়। ওই জাহাজে কাতার থেকে আমদানি করা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ৬৪০ মেট্রিক টন ইউরিয়া সার ছিল। জানা গেছে, চট্টগ্রামভিত্তিক শিপিং কোম্পানি টোটাল শিপিং ওই সার পরিবহন করছিল। এদিকে ওই জাহাজের ইউরিয়া গলে ভৈরবের পানি দূষিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিপিং কোম্পানি সূত্র জানায়, কাতার থেকে আমদানি করা ইউরিয়া বড় জাহাজে করে চট্টগ্রামে আনা হয়। সেখান থেকে ৬৮০ মেট্রিক টন (১৩ হাজার ৫০০ বস্তা) ইউরিয়া ছোট জাহাজ এমভি শারিব বাঁধনে ভরা হয়। গত ২১ জানুয়ারি জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে রওনা হয়ে ২৫ জানুয়ারি অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি খেয়াঘাটে নোঙর করে। সার নামানোর জন্য গত বুধবার দুপুরে জাহাজটি তীরের কাছাকাছি আনা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ওই সার ঘাটে নামানোর কথা ছিল। গত বুধবার রাতে নদে ভাঁটা ছিল। পানি কম থাকায় ইউরিয়ার ভারে রাত সাড়ে ১২টার দিকে জাহাজটির তলা ফেটে যায়। এরপর জাহাজটি আস্তে আস্তে ডুবতে থাকে। এতে জাহাজে থাকা সার গলে নদের পানিতে মিশে যায়। এমভি শারিব বাঁধনের মাস্টার শরিফ হোসেন বলেন, জাহাজে থাকা ৬৪০ মেট্রিক টন ইউরিয়া নামানোর অপেক্ষায় ছিল। গত রাতে জাহাজের তলা ফেটে পানি উঠতে শুরু করে। রাত ২টার দিকে জাহাজটি পানিতে ডুবে যায়। টোটাল শিপিং কোম্পানির খুলনা ইনচার্জ আবদুল মজিদ বলেন, জাহাজে কাতার থেকে আমদানি করা ইউরিয়া ছিল। জাহাজের সব ইউরিয়া পানিতে মিশে গেছে। এতে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে। জাহাজটি উদ্ধারে আমরা ব্যবস্থা নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com