আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ এর সহায়তায় সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের লক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্থাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক। সভায় প্লান্ট স্থাপনের লক্ষে জায়গা নির্ধারন ও সভা শেষে নির্ধারিত জায়গাটি পরিদর্শন করেন সভায় উপস্থিত নেতৃবৃন্দরা। এ সময় প্লান্টটি স্থাপনের সাথে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ এবং অন্যান্য স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।