বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় অগ্রণী ব্যাংক অফিসার সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাতক্ষীরা অগ্রণী ব্যাংক অফিসার সমিতি আঞ্চলিক পরিষদ এর আয়োজনে উপজেলার অগ্রণী ব্যাংক কার্যালয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অগ্রণী ব্যাংক অফিসার সমিতির কর্মকর্তা কর্মচারীবৃন্দের উপস্থিতিতে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার অনুষ্ঠানে সমিতির সভাপতি ধর্মদাস সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল, শ্যামনগর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইকবাল হোসেন সহ অতিথি বৃন্দ।