এফএনএস: পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিক ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর নামক স্থানে ঈশ্বরদী—পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মৃত বাবুর ছেলে রাব্বী (৩৫), রাব্বীর স্ত্রী মুক্তা খাতুন (২৫) এবং তাদের ১৮ মাস বয়সী ছেলে মোস্তাকিম। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ।