মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

অটোরিকশা—মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। গত রোববার রাত ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে, রাত ৮টায় উপজেলার শৈলাট—কাচিনা সড়কের শিপ্রা পোশাক কারখানার সামনে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। নিহতরা হলেন— উপজেলার শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে অনিক মণ্ডল (২৫) এবং শামীম আল মামুনের ছেলে রিয়াদ মণ্ডল (২৩)। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই। শ্রীপুরের চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসমত আলী জানান, দুই ভাই স্থানীয় শৈলাট বাজার থেকে পাশের ভালুকা উপজেলার কাচিনা বাজার যাচ্ছিল। শৈলাট—কাচিনা সড়কের শিপ্রা পোশাক কারখানার সামনে পেঁৗছালে বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গেলে অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিচু জমিতে পড়ে যায়। তিনি আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে অনিককে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল এবং রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টায় রিয়াদ এবং রাত ১১টায় অনিক মারা যায়। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com