বিশেষ প্রতিনিধি ॥ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা এর অতিরিক্ত সচিব ও অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক কে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল ২৯ সেপ্টেম্বর বেলা ১২ টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা এর অতিরিক্ত সচিব ও অতিরিক্ত মহাপরিচালক এবং শ্যামনগর উপজেলার সাবেক নির্বাহী অফিসার দিলীপ কুমার বণিক শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় উপজেলা চেয়ারম্যান অতিরিক্ত মহাপরিচালক (প্রাথমিক)কে শ্যামনগরে দায়িত্ব পালন কালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ের কথা উল্লেখ করে অত্র উপজেলায় একটি প্রাথমিক শিক্ষা অফিস স্থাপন, একজন সুযোগ্য শিক্ষা অফিসার নিয়োগ সহ বিভিন্ন দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ শাহিনুর রহমান শাহিন, ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দিনের চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, প্রধান শিক্ষক কৃষ্ণ নন্দ মুখার্জি প্রমুখ।