আসন্ন ২০২৫ আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম তিন ম্যাচে দলে থাকবেন ‘অধিনায়ক’ স্যাঞ্জু স্যামসন। কিন্তু অধিনায়কত্ব করতে দেখা যাবে না স্যাঞ্জুকে। রিয়ান পরাগ শুরুর এই ম্যাচগুলোতে নেতৃত্ব রাজস্থান রয়্যালসকে। এবারের আইপিএলের প্রথম তিন ম্যাচে স্যাঞ্জু স্যামসন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামবেন। শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলবেন স্যামসন, করবেন না কিপিং বা ফিল্ডিং। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে অধিনায়ক হিসেবে তাকেই দেখা যাবে। চোট কাটিয়ে আইপিএলের জন্য পুরোপুরি ম্যাচ ফিট নন স্যামসন। অধিনায়ক শুরুর তিন ম্যাচে ব্যাটিংয়ের অনুমতি পেলেও উইকেটকিপিং করতে পারবেন না। ফলে থাকবেন না অধিনায়কের ভূমিকায়ও। স্যামসনের কাঁধে প্রথম তিন ম্যাচের অধিনায়কত্ব না থাকায় রাজস্থান রয়্যালস নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ। অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ, কোলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে পুরোপুরি পাওয়া যাবে না স্যামসনকে। উইকেটকিপিং ও ফিল্ডিংয়ে অনুমতি না পাওয়া পর্যন্ত কেবল ব্যাট হাতেই দলকে সাহায্য করবেন। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ‘স্যাঞ্জু স্যামসন রাজস্থান দলের অবিচ্ছেদ্য অংশ। উইকেটকিপিং এবং ফিল্ডিংয়ের অনুমতি না মেলা পর্যন্ত শুধু ব্যাটার হিসাবেই আমাদের সাহায্য করতে তৈরি। পুরোপুরি ফিট হয়ে গেলেই নেতৃত্বে ফিরবে স্যাঞ্জু।’