বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে টানানো নেই মূল্য তালিকা। যার ফলে কোন মালামালের দাম কত তা জানতে পারছেনা ক্রেতা সাধারণ। মূল্য তালিকা টানানোর ব্যাপারে কোন তদারকি না থাকায় ব্যবসায়ীরা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিত্যপণ্যের দাম নিচ্ছে ইচ্ছেমত। বর্তমান সময়টা রমজান মাসের হওয়ায় আরও বেপরোয়া মুনাফালোভী এসব ব্যবসায়ীরা। বর্তমান বাজার দর ও ম‚ল্য তালিকা নিয়ে ক্রেতাদের অভিযোগেরও শেষ নেই। ক্রেতা সাধারণের অভিযোগ রয়েছে, প্রতি বৎসর রমজান মাস আসলেই সাধারণ ক্রেতাদের দুর্ভোগের শেষ থাকে না। শহরে সময়ে সময়ে প্রশাসনের হস্তক্ষেপ লক্ষ্য করা গেলেও গ্রামে প্রশাসনের চাপ না থাকায় পাল্টাতে থাকে নিত্যপণ্যের ম‚ল্য। মুনাফালোভী এসব ব্যবসায়ীদের ম‚ল্য তালিকা না টাঙ্গানো এবং বেশী দামে পণ্য বিক্রয় সহ নানান ধরণের অভিযোগ রয়েছে ক্রেতা সাধারণের। জানা মতে ম‚ল্য তালিকা টাঙানোর নির্দেশনা প‚র্ব থেকে থাকলেও তা ব্যবসা প্রতিষ্ঠান অনুযায়ী তুলনাম‚লক লক্ষ্যনীয় নয়। দোকানীদের এসব বিষয়ে বললে এগুলো তাদের কাছে ঠাট্টা-মশকরার সামিল। সাধারণ ক্রেতারা কারও কাছে অভিযোগ করার সুযোগও পায় না। তাই দ্রুত নিত্যপণ্যের ম‚ল্য তালিকা টাঙানোর ব্যবস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামানা করেছেন ভুক্তভোগি ক্রেতা সাধারণ।