রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন শান্ত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত টি—টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। অনেক দিন ধরেই অধিনায়কত্ব নিয়ে আলোচনায় ছিলেন এই ব্যাটার। তবে এবার এই অধিনায়কত্ব ছেড়েই দিলেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটি গণমাধ্যমকে বলেছেন, ‘‘শান্ত ফাইনালি বলে দিয়েছে সে আর টি–টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি। তবে যেহেতু আপাতত আমাদের টি–টোয়েন্টি খেলা নেই, হাতে সময় আছে; এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না। তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে। সেভাবেই কথা হয়েছে।’’ গেল বছর টি—টোয়েন্টি ফরম্যাটটা ভালো যায়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও ব্যাট করেছেন মাত্র ১০২ স্ট্রাইক রেটে। সমালোচনায় মাসকয়েক আগে অধিনায়কত্বই ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন। এখন শান্ত অধিনায়ক আছেন ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে। টি—টোয়েন্টিতে নতুন অধিনায়ক কে হবে তা আপাতত খেলা না থাকার কারণে ঘোষণা করা হয়নি। তবে এক্ষেত্রে অনেকের নাম ই সামনে চলে এসেছে। তাদের মধ্যে সবার থেকে এগিয়ে আছেন লিটন কুমার দাস। লিটন দাসের অধীনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ৩—০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। এরপরই লিটন জানিয়েছেন, বড় সময়ের জন্য অধিনায়কত্ব করতে প্রস্তুত তিনি। অধিনায়কত্বের জন্য ভাবনায় আছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com