স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আলীগের কার্য নির্বাহী কমিটির উপদেষ্টা সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির সাথে সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌরসভার আয়োজনে গতকাল বিকালে পৌর মেয়রের কার্যালয়ে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শেখ আনোয়ার হোসেন মিলন, আইনুল ইসলাম নান্টা, শেখ মারুফ আহমেদ, সংরক্ষিত কাউন্সিলর অণিমা রানী মন্ডল, মিসেস রাবেয়া পারভীন, নুরজাহান বেগম নুরী, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলি, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু সহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে জন্য বিভিন্ন দাবি তুলে ধরেন মেয়র-কাউন্সিলর সহ কর্মকর্তারা। পরে সংসদ সদস্য কে সম্বর্ধনা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন।