দেশের ক্রিকেটে খেলার চেয়ে ধুলা বেশি — এই কথাটি বেশ প্রচলিত। বর্তমান পরিস্থিতিতে আরও একবার দেখা যাচ্ছে সেই কথার প্রতিফলন। মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের বিভিন্ন জিনিস নিয়ে বেশ ব্যস্ত থাকতে হচ্ছে সবাইকে। বিসিবিও সবকিছু সামাল দিতে দিতে বেশ টালমাটাল এক অবস্থায় আছে। এমন অবস্থায় গতকাল রোববার বিকাল ৪টায় জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি। তবে মিটিং হবে অনলাইনে, জুম অ্যাপে। বোর্ড পরিচালকদের সাথে বসবেন বিসিবি সভাপতি। বর্তমানে আর্থিক লেনদেন, ক্লাব, আম্পায়ার, ক্রিকেটার, তাওহিদ হৃদয়ের শাস্তিসহ বিভিন্ন বিষয়ে বেশ বিপর্যস্ত এক অবস্থায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধারণা করা যাচ্ছে, এসব পরিস্থিতি নিয়েই আলোচনা হবে বোর্ড মিটিংয়ে। সাধারণত বোর্ড মিটিং বিসিবির অফিসে হলেও এবার হচ্ছে অনলাইনে, জুম অ্যাপে। এর আগে গত ২৪ মার্চ বোর্ড মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন ডিপিএলের ম্যাচ চলাকালীন তামিম ইকবাল ম্যাসিভ হার্ট অ্যাটাক করায় মিটিং স্থগিত করে সাভারে ছুটে গিয়েছিলেন বোর্ড পরিচালকরা। পরে ১ মাস পেরিয়ে গেলেও সেই মিটিং আর আয়োজন করা সম্ভব হয়নি। এই ১ মাসের মধ্যে আর্থিক লেনদেন, আম্পায়ার, ক্লাব, তাওহিদ হৃদয়ের শাস্তি, জিম্বাবুয়ে সিরিজ মিলিয়ে বেশ কঠিন পরিস্থিতি গিয়েছে বিসিবির। যদিও আর্থিক লেনদেন এবং হৃদয়ের শাস্তির ব্যাপারে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে বিসিবি।