সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানিতেও বাজারে প্রভাব পড়েনি বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শীতজনিত রোগীর চাপ রাজধানীসহ দেশের প্রতিটি হাসপাতালে বাড়ছে সাতক্ষীরা পৌর—মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ: হাইকোর্ট স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সম্মেলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত মোবাইল—ইন্টারনেটে কর প্রত্যাহার না হলে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি ভারত থেকে এলো ২৭ হাজার মেট্রিক টন চাল টিউলিপের উচিত ক্ষমা চাওয়া: ইউনূস বিজিবি—জনগণ ‘শক্ত অবস্থান’ নেওয়ায় ভারত পিছু হটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইনে মনোনয়নপত্র জমা যোগ্য প্রার্থীর পথ উন্মুক্ত হবে \ স্বচ্ছতা ফিরবে নির্বাচনে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

## সাধুবাদ জানালো সুশীল প্রতিনিধি ও রাজনৈতিক প্রতিনিধিরা
জি এম শাহনেওয়াজ ঢাকা থেকে \ সংসদসহ যেকোনো নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যে যারা যোগ্য ও সৎ, কিন্তু ক্ষমতাধর নন -এমন প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়া রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাড়ায়। বর্তমানে দেশে রাজনৈতিক প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়া, স্বতন্ত্র প্রার্থীদের রাজনৈতিক দল না থাকা ও ছোট ছোট রাজনৈতিক দলগুলোর প্রতিদ্ব›দ্বীতায় টিকে থাকার সক্ষমতায় ঘাটতি থাকায়, প্রতিপক্ষ প্রার্থীকে সবল দলগুলোর প্রভাবশালীরা কিডন্যাপ ও বাধা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখতে সচেস্ট থাকেন। এ ধরণের সংস্কৃতি গত কয়েক বছর ধরে প্রকট থেকে প্রকট হয়েছে। এছাড়া রাজনৈতিক সমঝোতা ও চাওয়া-পাওয়ার হিসাব কিতাবে গড়মিল হওয়ায় নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে জ্বালাপোড়াওয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। এসব নানা ইস্যুতে মনোনয়নপত্র জমা দেয়া অংশগ্রহণকারী দল ও দল নিরপেক্ষ প্রার্থীদের জন্য কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। এ কারণে নির্বাচন কমিশন (ইসি) সব প্রার্থীর সুযোগ রাখতে অনলাইনে (তথ্য-প্রযুক্তির সহায়তায়) মনোনয়নপত্র জমার বিধান চালু করতে চাইছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের সুশীল সমাজের প্রতিনিধিসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তবে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে মনোনয়নপত্র দাখিল এ সময় পর্যন্ত নিরবিচ্ছিন্ন ইন্টারনেট নের্টওর্য়াক (ব্রডব্যান্ড) নিশ্চিত রাখতে পরামর্শ দিয়েছে ইসিকে। ইসি এবং সুশীল সমাজের প্রতিনিধি এই উদ্যোগে একটি জায়গায় অভিন্ন মত পোষণ করেছেন, যার মাধ্যমে পেশীশক্তি ও বল-প্রয়োগের মাধ্যমে দুর্বল প্রার্থীদের মনোনয়নপত্র জমায় বাধা দেয়ার যে সংস্কৃতি চালু হয়েছিল সেটা বন্ধ হবে। যোগ্য ও সজ্জন ব্যক্তিরা নির্বাচন বিমুখী হয়েছিলেন তারা আগামীতে ভোটে প্রার্থী হতে অনুপ্রেরণা পাবেন। ওর্য়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সব কিছুই বর্তমানে অনলাইনে হচ্ছে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র অনলাইনে জমা দেয়ার বিধান চালুর বিষয়টি ইতিবাচক। এর আগে আমরা দেখেছি জিয়াউল রহমান ও এরশাদ সরকারের সময়ে প্রার্থীদের মনোনয়নপত্র জমাতে বাধা প্রদান করা হতো। বর্তমানে এই সংস্কৃতির কিছুটা পরিবর্তন হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী এ প্রসঙ্গে বলেন, কমিশনকে আমরা সাধুবাদ জানাই এ ধরণের মহতী কর্মকান্ডের জন্য। অনলাইন এবং স্বশরীরে উপস্থিত হয়ে দুই পন্হায় মনোনয়নপত্র জমা দেয়া যাবে। অনলাইনের ইতিবাচক দিক হচ্ছে, – মনোনয়নপত্র জমার দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘিরে এক ধরণের রাশ তৈরি হয়। এই পদ্ধতি জমাকে ঘিরে যে অনভিপ্রেত ঘটনার উদ্ভব ঘটে সেটার ক্ষেত্রে সহায়ক হবে। সুশীল সমাজের প্রতিনিধি ও সু-শাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড বদিউল আলম মজুমদার এ বিষয়ে জানতে চাইলে বলেন, আমিতো এটাকে ইতিবাচক হিসেবে দেখছি। এই প্রক্রিয়ায় কেউ কাউকে বাধা দিতে পারবে না। মনোনয়নপত্র জমা দিতে শোডাউন করে যেতে সক্ষম নন তারা এর মাধ্যমে সুবিধা পাবেন। তিনি বলেন, আমি মনে করি সবাইর (সবল-দুর্বল) অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়া উচিত। এর মাধ্যমে সন্ত্রাসী ও পেশিশক্তির প্রার্থীদের মনোনয়নপত্র জমাকে ঘিরে যে দৌরাত্ম বাড়ে তা কমবে।প্রাপ্ত তথ্যমতে, মনোনয়নপত্র জমা নিয়ে এক ধরণের অরাজক পরিস্থিতি তৈরি হয়। প্রভাবশালীদের আচরণ বিধি ভেঙে ফরম জমা দেয়া বিব্রতকর হন রিটার্নিং কর্মকর্তাসহ ইসির নীতি-নির্ধারণীরা। আবার মনোনয়নপত্র জমা দিতে ক্ষমতাধর প্রার্থীদের পক্ষ থেকে দেয়া হয় বাধা। এমনকি পুলিশকে দিয়ে হয়রাণীর অভিযান আসে অহরহ। এ প্রসঙ্গে জানতে চাইলে গত সোমবার নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আহসান হাবিব খান বলেন, স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর। সব প্রার্থী ও দলের জন্য সমান সুযোগ রাখতে আমরা সচেষ্ট আছি। এ জন্য অনলাইনে মনোনয়নপত্র জমার বিধানটি চালু করতে একটা প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। আসন্ন কমিশন সভায় উত্থাপন হবে সবাই একমত হলে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। প্রথমে পাইলটিং হিসেবে ইউনিয়ন পরিষদসহ ছোট পরিসরের নির্বাচনে শুরু করা হবে। এখানের প্রতিবদ্ধকতা কাটিয়ে সংসদ নির্বাচনে কার্যকর করা হবে। অনলাইনে মনোনয়নপত্র গ্রহণকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস জানতে চাইলে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, নির্বাচনে অনলাইনে মনোনয়ন পত্র গ্রহণ করা হলে কালো টাকার মালিকদের দৌরাত্ম কিছুটা কমবে। সব ধরনের নির্বাচনে সব প্রার্থীর জন্য অনলাইনে মনোনয়ন পত্র দাখিল বাধ্যতামূলক করতে হবে। কেউ অনলাইনে আর কেউ সরাসরি দাখিল করলে শোডাউন দিয়ে বিশৃঙ্খলা তৈরির পথ বন্ধ হবে না। বলেন, সরকারি দলের বা প্রভাবশালী অনেক প্রার্থী অনেক ক্ষেত্রে বিভিন্ন নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলে অন্য প্রার্থীদের বাঁধা প্রদান করে যা নিয়ে সহিংস পরিস্থিতি তৈরি হয়। তাদের অপতৎপরতা বন্ধে মনোনয়ন পত্র অনলাইনে দাখিলের উদ্যোগ গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com