মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ১৪ লাখের বেশি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: চলতি ২০২৪—২০২৫ করবর্ষে অনলাইনে ১৪ লাখ ৩২ হাজার করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। একই সময়ে ১৮ লাখ ৭৫ হাজার করদাতা ই—রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। রিটার্ন দাখিলের সময় যাদের ভুল হয়েছে, তারা অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। এনবিআর জানায়, রিটার্ন দাখিলের পর রিটার্নে কোনো ভুল—ত্রুটি পরিলক্ষিত হলে আয়কর আইন ২০২৩ এর ১৮০(১) ধারা মোতাবেক মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় সংশোধিত রিটার্ন দাখিল করা যায়। যেসব করদাতা অনলাইনে মূল আয়কর রিটার্ন দাখিলের পর ভুল—ত্রুটির কারণে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে চান, তাদের জন্য যঃঃঢ়ং://বঃধীহনৎ.মড়া.নফ/ ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করা হয়েছে। তবে, যারা সংশোধন অপশন ব্যবহারের জন্য অনলাইনে প্রবেশ করবেন, তাদের অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com