কপিলমুনি প্রতিনিধি \ বিগত বছরের ন্যায় এবারও পাইকগাছা উপজেলার মামুদকাটী অনির্বাণ লাইব্রেরীর পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষ রোপন ও বিতরণ কার্যক্রম কর্মসূচী শুরু হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১৫ জুলাই) কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা বনকর্মকর্তা প্রেমানন্দ রায়। মাসব্যাপী চলা এ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠানটি অনির্বান লাইব্রেরীর অধ্যাপক কালিদাস চন্দ্র মিলনায়তনে অনির্বাণ কার্যকরী পরিষদের সভাপতি রহিমা আখতার শম্পার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষ বিতরণ ও রোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অনির্বান কার্যকরী পরিষদের সাবেক সভাপতি সমীরন দে, সহ-সভাপতি অজয় সাধু, ডা: বাসুদেব রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক গোবিন্দ বসু, মানিক ভদ্র, গৌরাঙ্গ বিশ্বাস, প্রভাষক তরুণ সরকার, লতিকা রানী দাশ, কামরুল ইসলাম, সেলিম গাজী, তপন দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক শিমুল রায়।