শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে টাইগার জুনিয়ররা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ চ্যাম্পিয়নের মতোই উঠে গেল এশিয়া কাপের ফাইনালে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। দাপুটে পারফরম্যান্সে তামিমের দল উঠে গেছে ফাইনালে, এ নিয়ে টানা ৪ আসরের ৩ বারই ফাইনালিস্টের তকমা উঠল ক্ষুদে টাইগারদের গায়ে। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হেসেখেলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। আগামীকাল রোববার দুবাইয়ের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্র্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য এসেছিল বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিমের পক্ষে। টস জিতে তামিম প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। আর তার এই সিদ্ধান্তকে দারুণভাবে কাজে লাগান টাইগার বোলাররা। দুই ওপেনারই শিকার হন ডাক এর, মারুফ মৃধার শিকার হয়ে দুজনই রানের খাতা খুলতে ব্যর্থ হন। যদিও তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন মোহাম্মদ রিয়াজউল্লাহ ও অধিনায়ক সাদ বেগ। তাদের ৪২ রানের জুটি পাকিস্তানকে আশা দেখালেও, সেই আশা দুরাশায় পরিণত হতে বেশি সময় লাগেনি। দলীয় ৪৯ রানে তৃতীয় উইকেট হারালে আবারো খেই হারায় পাকিস্তান। রিয়াজউল্লাহ ৬৫ বলে ২৮ ও সাদ ৪১ বলে ১৮ রান করে বিদায় নিলে বলার মতো প্রতিরোধ গড়তে পেরেছেন শুধু ফারহান ইউসুফ। একটি চার ও তিনটি ছক্কায় ৩২ বলে ৩২ রান করে ক্ষান্ত হন তিনি। শেষপর্যন্ত ৩৭ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে পেসার ইকবাল হোসেন ইমন একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া মারুফ মৃধা দুটি এবং আল ফাহাদ ও দেবাশীষ দেবা একটি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে অনুমিতভাবেই খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। জিততে হলো পাকিস্তানি ক্রিকেটারদের আহামরি কিছু করতে হতো। তবে তা আর করতে পারেননি, বাংলাদেশও তাই দাপুটে জয় নিয়ে পা রাখে ফাইনালে। অর্ধশতক হাঁকিয়ে জয় তরানিত্ব করেন অধিনায়ক তামিম। আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি পরস্পরের মুখোমুখি হবে শিরোপা অর্জনের লক্ষ্যে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com