এসিসি অনূর্ধ্ব—১৯ প্রমীলা এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে ৪১ রানে হারিয়েছে ভারত। এই জয়ে শিরোপা অর্জন করেছে ভারতের মেয়েরা। একপেশে মেয়ে ১১৮ রান তাড়া করতে নেমে ৭৬ রানে থামে বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান জড়ো করে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান আসে গঙ্গাদি তৃষার ব্যাট থেকে। ৪৭ বলের মোকাবেলায় ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া মিথিলা বিনোদ ১২ বলে ১৭, অধিনায়ক নিকি প্রসাদ ২১ বলে ১২ ও আয়ুশি শুকলা ১৩ বলে ১০ রান করেন। অতিরিক্ত খাতে ১০ রান খরচ করে বাংলাদেশ। দলের পক্ষে ফারজানা ইয়াসমিন চারতি, নিশিতা আক্তার নিশি দুটি ও হাবিবা ইসলাম একটি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিল বাংলাদেশ। তবে মোসাম্মৎ ইভা বিদায় নিলে শুরু বিপর্যয়ের। ফাহমিদা ছেঁায়া ২৪ বলে ১৮ রান করে বিদায় নিলে এক জুয়াইরিয়া ফেরদৌস ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি। জুয়াইরিয়া ৩০ বলে ২২ রান করে বিদায় নিলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ। সাজঘরে ফেরা ১০ ব্যাটারের ৮ জনই যেতে পারেননি দুই অঙ্কে। শেষপর্যন্ত ১৮.৩ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।