রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ১ ভ্যান চালকের করুন মৃত্যু সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কদমতলা পি ডি কে মিতালী সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত আবারও ছড়িয়ে পড়েছে তাপদাহ ঃ আবহাওয়ার সুখবর নেই হামাসের হামলায় বার দখলদার সেনা নিহত ঃ আহত পঞ্চাশ খানপুর ছিদ্দিকীয়া এতিমখানা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রতাপনগরে ২ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল বিষ্ণুপুর ২দিন ব্যাপি মাহফিল সম্পন্ন কবি মানিক ঘোষের পিতা-মাতার স্মারণে বিশেষ প্রার্থনা

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ক্যাম্পে ৩৭ জন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: পূর্বনির্ধারিত দিনক্ষণ অনুযায়ী বুধবার শুরু হচ্ছে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ক্যাম্প। প্রাথমিকভাবে ডাক পেয়েছেন মোট ৩৭ জন ফুটবলার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে শুরু হতে যাওয়া এই ক্যাম্পে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জুলফিকার মাহমুদ মিন্টু। গত মৌসুমে তিনি শেখ রাসেল ক্রীড়া চক্রের দায়িত্বে ছিলেন। অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরুর কথা রয়েছে আগামী ২০ অগাস্ট থেকে। ফলে অনূর্ধ্ব-২৩ দলের দুয়ার খুলেছে নতুন অনেকের জন্য। ক্যাম্পে ডাক পাওয়াদের মধ্যে চেনা মুখ আমির হাকিম বাপ্পী, রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান কিরণ, ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান শ্রাবণ, মিরাজুল ইসলাম ও নিহাদ জামান উচ্ছ¡াস। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে চলা বাফুফে এলিট একাডেমির দুজন খেলোয়াড়ও আছেন ক্যাম্পের দলে; গত মৌসুমে মোহামেডানে ধারে খেলা স্ট্রাইকার মিরাজুল ও গোলরক্ষক মোহাম্মদ আসিফ। বাছাইয়ের ‘এইচ’ গ্রæপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপিন্স। চোনবুরিতে আগামী ৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই শুরু করবে দল। ৯ সেপ্টেম্বর লড়বে থাইল্যান্ডের বিপক্ষে, তিন দিন পরের ম্যাচের প্রতিপক্ষ ফিলিপিন্স। গত আসরের বাছাইয়ে আলো ছড়াতে পারেনি বাংলাদেশ। কুয়েতের বিপক্ষে ১-০ গোলে হারের পর উজবেকিস্তানের কাছে উড়ে গিয়েছিল ৬-০ ব্যবধানে। পরে সৌদি আরবের বিপক্ষে সঙ্গী হয় ৩-০ গোলের হারের বিষাদ। তাতে বিদায় ঘণ্টা বেজে যায় গ্রæপ পর্ব থেকে।

ক্যাম্পের দল: রাজীব হোসেন, সাদেকুজ্জামান ফাহিম, জাহিদ হাসান শান্ত, আশরাফুল হক আসিফ, আরিফ হোসেন, আমির হাকিম বাপ্পী, সাকিব আল হাসান, শান্ত কুমার রায়, সবুজ হোসেইন, শাহীন আহমেদ, শাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, বোরহান উদ্দিন, তানভির হোসেন, মোহাম্মদ সাদী, রাজন হাওলাদার, এনামুল ইসলাম গাজী, আক্কাস আলি, মেহেদী হাসান, মাহমুদুল হাসান কিরণ, ইয়াসিন আরাফাত, সাব্বির হোসেন, আরমান ফয়সাল আকাশ, সাকিব বেপারি, জায়েদ আহমেদ, সাকিল হোসেইন, পিয়াস আহমেদ নোভা, জামি উদ্দিন,মোহাম্মদ নাহিয়ান, ফাহিম মোর্শেদ, ইসমাইল হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তাজ উদ্দিন, মিরাজুল ইসলাম, মোহাম্মদ আসিফ, মেরাজ হোসেন অপি ও নিহাদ জামান উচ্ছ¡াস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com