শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তালায় শিশু কিশোর নারীর সচেতনতা সহিংসতা বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন আশাশুনির ৩৭ গীর্জায় বড়দিন পালন আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৫—২০২৬ সালের জন্য নির্বাচিত কমিটির সভাপতি করা হয়েছেন মশিউল হুদা তুহিন ও সাধারণ সম্পাদক হয়েছেন তুষার কান্তি বসু। নির্বাচন কমিশন প্রধান মোঃ আব্দুর রহিম, নির্বাচন কমিশন সচিব ফজলুর রহমান ও সদস্য মোঃ সেলিম শাহরিয়ার স্বাক্ষরিত পত্রে জানাগেছে, কমিটির অন্য সদস্যবৃন্দরা হলেন, সহ—সভাপতি ফজলুর রহমান, সহ—সাধারণ সম্পাদক জুলফিকর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক রনজিত বৈদ্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, সমাজ কল্যাণ সম্পাদক আবু মোঃ শাহনেওয়াজ, দপ্তর সম্পাদক বজলুর রহমান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান এবং কার্যকরী সদস্য আব্দুর রহিম ও জাকির হোসেন (ভুট্টো)। পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে কলারোয়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন ইউনিয়ন জামায়াতের আমিরের শপথ অনুষ্ঠান শ্যামনগরে ফ্রিজ থেকে হরিণের মাংস উদ্ধার গ্রামবাসীর সহযোগিতায় বন বিড়াল উদ্ধারপূর্বক অবমুক্ত শ্যামনগরের সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা জহরুল হায়দার বাবু গ্রেফতার কয়রায় কর্মী সবাবেশে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান বৈষম্য দুর করে সাম্যের বাংলাদেশ গড়তে চাই

অনেক প্রজাতির বিল মাছ বিলুপ্তির পথে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

সিরাজুল ইসলাম খুলনা থেকে \ মাছে ভাতে বাঙালি এর ব্যাখা বাংলার খাল বিল নদী নালা সাগর পযন্ত। বহু প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছে আর যেগুলি আছে তাও বিলুপ্তির পথে। দেশি মাগুর, দেশি সরপুঁটি, দেশি শিং মাছ, দেশি পাবদা, দেশি টেপা, বড় দেশি কৈ দেশি বাইন, সাইল বাইন, রয়না মাছ, দেশি টেংরা, আইড়, বোয়াল, শৈল, গজাল, বাইলে, কাকলে মাছ, টাকি, পোলাই মাছ টাটকানি, বাটা সহ দেশি প্রজাতির বিল ও নদীর সুস্বাদু মাছ এখন আর স্ব চার ভাবে মিলে না। বাজারে হাইব্রিড প্রজাতি চাষের মাছই মলছে সব সময়। তবে জলকার ওবিল এলাকয় কিছু দেশি মাছ মিলে­ও দাম ধরা চুয়ার বাইরে। যা কিনেতে গেলে অবৈধ উচ্চ বিলাস বহুল লোকেই কিনে নিচ্ছে। বাজারের বড় ইলিশ মাছ ক্রয়ের ক্ষেত্রে ও উচ্চ বিলাসবহুল লোক। মধ্যবিত্ত ও কম আয়ের মানুষের দেশি প্রজাতির মাছ ও বড় ইলিশ জোটে না। খুলনা কোটের সামনে তেরখাদা বিলের কিছু দেশি প্রজাতি মাছ মাঝে মাঝে দেখা যায়। লাগাম ছাড়া দাম উচ্চ শ্রেনীর ব্যক্তিরা ক্রয় করে থাকে। আর মহলার বাজারে দেশি প্রজাতির মাছ আশলে অতি চড়া দামে পাইকারিরা ক্রয় করে নেয়। মাঝেমধ্যে প্রবাসিদের ক্রয় করতে দেখা যায়। এমন কি যারা কষ্ট করে মাছ শিকার করে তারাও খেতে পারেনা দশি প্রজাতির মাছ। দিন রাত জাল বর্সি গুনি চাইড়ে ব্যাবহার করে অল্প কিছু মাছ শিকার করলে সংসারের টানা টনিতে তাদের মাছ খাওয়া হয় না। এ বিষয় মাছ শিকারী পরিতোষ জানায় এ বছর বিল খালে মাছ খুবই কম যে মাছ পাই তার মধ্যে এই জয়লা চেলা মাছ বেশি। আর পানি শুকনোর কারনে ঘের বেড়ির মাছ বড় হয়নি তাই মাছের দাম বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৫—২০২৬ সালের জন্য নির্বাচিত কমিটির সভাপতি করা হয়েছেন মশিউল হুদা তুহিন ও সাধারণ সম্পাদক হয়েছেন তুষার কান্তি বসু। নির্বাচন কমিশন প্রধান মোঃ আব্দুর রহিম, নির্বাচন কমিশন সচিব ফজলুর রহমান ও সদস্য মোঃ সেলিম শাহরিয়ার স্বাক্ষরিত পত্রে জানাগেছে, কমিটির অন্য সদস্যবৃন্দরা হলেন, সহ—সভাপতি ফজলুর রহমান, সহ—সাধারণ সম্পাদক জুলফিকর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক রনজিত বৈদ্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, সমাজ কল্যাণ সম্পাদক আবু মোঃ শাহনেওয়াজ, দপ্তর সম্পাদক বজলুর রহমান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান এবং কার্যকরী সদস্য আব্দুর রহিম ও জাকির হোসেন (ভুট্টো)।

© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com