স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী । এ সময় তিনি বলেন, জনগণের প্রতি প্রতিহিংসা পরায়ণ হওয়া যাবে না। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিজেদেরকে সচেতন হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমাদের দৃঢ় আস্থা ও সমর্থন রয়েছে। এই সরকারকে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দিতে হবে। বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের অর্থ লুটপাট করেছে। বিরোধী দলকে দমন , খুন ও গুমের মাধ্যমে নিষ্ক্রিয় করে রেখেছিল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে দলকে টিকিয়ে রেখেছে। তারেক রহমানের নেতৃত্বে ছাত্রজনতা ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে দেশের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করবেন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মোঃ শহিদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব মোঃ আব্দুল আলীম, সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, শেখ তরিকুল হাসান, বাবু মৃণাল কান্তি রায়, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতী, ডঃ মনিরুজ্জামান, আক্তারুল ইসলাম। এর পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ কামরুল ইসলাম ও গীতা পাঠ করেন বিজ্ঞ সরকারি কৌশুলী ( জিপি ) এড,অসীম কুমার মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এড নুরুল ইসলাম, সাবেক সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউর রহমান তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শরিফুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান, সাবেক সদস্য সচিব আলমগীর কবির, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ। এছাড়া জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।