বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৯নং সোরা গ্রামের আব্দুল্যাহ (খকন) গাজীর ছোট ছেলে অন্ধ হাফেজ আল আমিন (১৬) আর নেই। সে গাবুরা দৃষ্টিনন্দন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। ২০২১ সালে হাফেজ হওয়ার পর আস্তে আস্তে তার দুই চোখের দৃষ্টি হারিয়ে যায়। অন্ধ অবস্থায় মাদ্রাসা থেকে মাথায় পাকড়ী নেন। অসহায় অন্ধ হাফেজ আল আমিন এর একটা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক এবং বিদেশি একটি সংস্থা আল আমিনের চুক্ষু চিকিৎসার জন্য সহযোগিতা করেন। আলামিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে সে সাতক্ষীরা একটা মাদ্রাসায় ভর্তি হন। গত বুধবার অন্ধ হাফেজ আল আমিন শারীরিক বিভিন্ন সমস্যার জন্য সাতক্ষীরায় মেডিকেলে ভর্তি হন তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)আল আমিন এর মৃত্যুর খবর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে বিভিন্ন প্রান্ত থেকে এক পলক দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়। মরহুমের জানাজা গতকাল বৃস্পতিবার সকাল সাড়ে ১০টায় গাবুরা শেখ বাড়ী জামে মসজিদ ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের নিজ গ্রামের দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়। অন্ধ হাফেজ আল আমিনের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।