মোস্তাফিজুর রহমান, আশাশুনি থেকে \ মাদক, জুয়াসহ সমাজ থেকে সকল অপকর্ম উৎখাত করতে থানা পুলিশকে সর্বদা সজাগ থাকতে হবে। দেশের জাতীয় মর্যাদার প্রতীক পুলিশের এই পোষাকের মর্যাদা রক্ষা করতে আমাদের যা যা করনীয় সেগুলো সঠিক ভাবে পালন করতে হবে। থানা এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, জুয়া ও ইভটিজিংসহ নাশকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। মনে রাখতে হবে এরা দেশ ও জাতির শত্রু। এরা কোন দলের হতে পারে না। এদের একটাই পরিচয় সেটা এরা সমাজের ঘৃণিত এবং আইনের চোখে অপরধি। জেলা পুলিশের অভিভাবক হিসাবে দায়িত্ব নিয়েছি। জেলা পুলিশের সকল সুবিধা অসুবিধা দেখাসহ জেলা পুলিশের কল্যানে কাজ করার পাশাপাশি জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ কর্মকান্ড দমনে সবসময় প্রস্তুত থাকা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সাতক্ষীরাতে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেয়ার পর বুধবার দুপুরে প্রথম আশাশুনি থানা পরিদর্শনে এসে থানা পুলিশের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক উপরুক্ত কথা গুলো বলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল চৌধুরী, সহকারী পুলিশ সুপার সজিব আহমেদ খান, সহকারী পুলিশ সুপার কনক কুমার দাস উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপার আশাশুনি থানা চত্বরে পৌঁছালে থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে থানা পুলিশ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর অভিবাদন মঞ্চে দাড়িয়ে পুলিশে সালামী গ্রহন করেন এবং থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম এর পরিচালনায় প্যারেড প্রদর্শন করেন। পরে তিনি আশাশুনি থানা চত্বর ঘুরে দেখেন। আশাশুনি থানা পরিদর্শনের এক পর্যায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর সাথে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।