স্টাফ রিপোর্টার ঃ খুলনা রেঞ্জের মধ্যে তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় শ্রেষ্ঠ হলেন সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির। গতকাল সকাল ১০টায় খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয় অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ মহিদ উদ্দিন বিপিএম বার সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবিরের শ্রেষ্ঠ ওসির ক্রেস্ট প্রদান করেন। এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন অতি: ডিআইজি নজরুল ইসলাম বিপিএম, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), সহ খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উলেখ্য ওসি মোহাম্মদ গোলাম কবির সদর থানায় যোগদানের পর সদরের আইন শৃংখলা, মাদক, জঙ্গীবাদ দমন, পলাতক আসামী আটক সহ বিভিন্ন ভাবে সদরের আইন শৃংখলা রক্ষার্থে কাজ করে যাচ্ছে।