কপিলমুনি প্রতিনিধি ॥ খুলনা জেলার ঐতিহাসিক জনপদ কপিলমুনি বাজারকে বিনোদগঞ্জ পৌরসভা ঘোষণার প্রস্তাব আসছে। ইতোমধ্যে প্রস্তাবটি নিরিক্ষা পরবর্তী প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ থেকে পাঠানো প্রস্তাবে বিনোদগঞ্জ (কপিলমুনি) ছাড়াও আরো চারটি পৌরসভা ঘোষণার প্রস্তাব আনা হয়েছে। যথাক্রমে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পৌরসভা, পাবনার সাথিয়া উপজেলাধীন কাশিনাথপুর পৌরসভা, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাধীন সাদুল্লাপুর পৌরসভা এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার অন্তর্গত রৌমারী পৌরসভা এ প্রস্তাবের আওয়াতায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্র মারফত জানাগেছে, নতুন সরকারের প্রথম নিকার সভায় এ সংক্রান্ত প্রাস্তাবটি অনুমোদন হবে। ইতোমধ্যে সভার তারিখ নির্ধারণ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী মাসের যে কোনদিন এই সভা আহবান করা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হবে। নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, থানা গঠন বা স্থাপনের প্রস্তাব, সম্প্রসারণ বা পুনর্গঠনের জন্য সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) এগুলি অনুমোদন করা হয়। পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের অন্যতম উদ্যোক্তা সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ জানান, শতবর্ষ আগে বিংশ শতকের গোড়ার দিকে খুলনা জেলার কপিলমুনির বরেণ্য ব্যবসায়ী রায় সাহবে বিনোদ বিহারী সাধু কপিলমুনিবাসীর সকল নাগরকি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে কপিলমুনি কেন্দ্রিক গড়ে তুলেছিলেন প্রয়োজনীয় সকল সেবামূলক প্রতিষ্ঠান। তার প্রচেষ্টাতেই কপিলমুনি হয়ে ওঠে দক্ষিণ এ জনপদের অন্যতম ব্যবসা কেন্দ্র। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, বাণিজ্য ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান করে তিনি হয়ে ওঠেন আধুনিক কপিলমুনির রূপকার। এই কপিলমুনির ইতিহাস ঘিরে অনেক তরুকথা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার সশস্ত্র যুদ্ধে জয় এবং গণআদালতের রায়ের মাধ্যমে দেড় শতাধিক যুদ্ধপরাধীর শাস্তি কার্যকর করা হয়েছিল। যাহা আজ মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল ইতিহাস। আধুনিক কপিলমুনির স্বপ্নদ্রষ্টা রায় সাহেবের জীবণাবসানের পর নানান বাস্তবতায় তার উদ্যোগগুলো মুখ থুবড়ে পড়লেও বর্তমান সরকারের স্বদিচ্ছায় বিনোদগঞ্জ পৌরসভা গঠনের সকল প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে।