সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

অবশেষে চ্যাম্পিয়নের মুকুট পড়লো রংপুর রাইডার্স

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

বিশ্বমঞ্চে আরও একবার উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের শিরোপা জিতেছে বাংলাদেশের দল রংপুর রাইডার্স। ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। ব্যাট হাতে সৌম্য সরকারের বীরত্বের পর বোলারদের দাপটে শিরোপা ঘরে তুলেছে রংপুর। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। দুই ওপেনার স্টেভান টেইলর এবং সৌম্য সরকারের ব্যাটে চড়ে ভালো সূচনা পায় রংপুর। সাবলীল ব্যাটিংয়ে রান তুলতে থাকেন টেইলর এবং সৌম্য। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৪০ রান তোলে রংপুর। পাওয়ারপ্লে শেষে ভিক্টোরিয়ার বোলারদের উপর চড়াও হয়েছেন দুই ওপেনার। আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলেছেন দুজন। দলও যেতে থাকে বড় পুঁজির দিকে। দুজনই ছুঁয়েছেন ফিফটি। উদ্বোধনী জুটিতে ১৪ ওভারে চলে আসে ১২৪ রান। ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলে বিদায় নেন টেইলর। তবে সঙ্গীকে হারালেও দমে যাননি সৌম্য। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ভিক্টোরিয়ার বোলারদের কচুকাটা করে রান তুলতে থাকেন তিনি। আরেক প্রান্তে কেউ খুব একটা থিতু হতে পারেননি। ৪ বলে ১০ রান করেন সাইফ হাসান। ৯ বলে ১০ রান করেছেন ওয়েইন ম্যাডসেন। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় রংপুর। ভিক্টোরিয়ার হয়ে ১টি করে উইকেট নিয়েছেন ডমিনিক ড্রেইকস, ম্যাক্স বির্থিসেল এবং কারিমা গোরে। জবাব দিতে নেমে শুরুতে আগ্রাসী ব্যাটিং করেছে ভিক্টোরিয়া। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে তুলে ফেলে ৫৪ রান। পাওয়ারপ্লে শেষে তাদের ইনিংসে লাগাম টেনে ধরেন রংপুরের বোলাররা। ২২ বলে ৪০ রান করা জো ক্লার্ক ফিরেছেন দলের ৮৩ রানের মাথায়। পাওয়ারপ্লের পরে মাঝের সময়ে আরও ৩ জন ব্যাটারকে হারায় ভিক্টোরিয়া। টপাটপ উইকেট হারিয়ে হারটা প্রায় নিশ্চিতই হয়ে যায় ভিক্টোরিয়ার। অন্যদিকে দারুণ ব্যাটিংয়ের পর অসাধারণ বোলিংয়ে একটু একটু করে জয়ের কাছাকাছি যেতে থাকে রংপুর। বোলারদের দাপটে শেষমেশ জয়টাও তুলে নিয়েছে রংপুর রাইডার্স। ম্যাচ জিতেছে ৫৬ রানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com