অবশেষে গ্লোবাল সুপার লিগ টি—টোয়েন্টি ক্রিকেটে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। গতকাল সকালে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ১৫ রানে হারিয়েছে রংপুর। এতে ৩ ম্যাচে ২ হার ও ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে রংপুর। লিগ পর্বের শেষ ম্যাচে জয়ের পাশাপাশি রান রেটের হিসাবও মেলাতে হবে রংপুরকে। গায়ানায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৭ রানে ৫ উইকেট হারায় রংপুর। উপরের সারির পাঁচ ব্যাটারের কেউই দুই অংকে পা দিতে পারেননি। যুক্তরাষ্ট্রের স্টিভেন টেইলর ০, সৌম্য সরকার ২, সাইফ হাসান ৮, ইতালির ওয়েন ম্যাডসন ৪ ও মাহেদি হাসান ৩ রান করেন। শুরুতেই চাপে পড়ে যাওয়া রংপুরকে লড়াইয়ে ফেরান পাকিস্তানের খুশদিল শাহ ও অধিনায়ক নুরুল হাসান। ষষ্ঠ উইকেটে ৬১ রানের জুটি গড়েন তারা। এই জুটিতেই হাফ—সেঞ্চুরি পূর্ণ করেন ছয় নম্বরে নামা খুশদিল। দলীয় ৮৮ রানে খুশদিলের আউটে ষষ্ঠ উইকেট হারায় রংপুর। ২টি চার ও ৪টি ছক্কায় ৪৭ বলে ৫৮ রান করেন পাকিস্তানের এ ব্যাটার। শেষ দিকে নুরুল(১৫), রিশাদ হোসেন (১০) ও যুক্তরাষ্ট্রের হারমিত সিংয়ের (১১) ছোট ছোট ইনিংসের সুবাদে ২০ ওভারে ১১৭ রানে অলআউট হয় বাংলাদেশের দলটি। বল হাতে গায়ানার ডোয়াইন প্রিটোরিয়াস ১৫ রানে ৩ উইকেট নেন। জবাবে খেলতে নেমে রংপুরের বোলারদের তোপের মুখে পড়ে গায়ানাও। রংপুরের মত ২৭ রানে ৫ উইকেট হারায় গায়ানাও। এর মধ্যে পেসার কামরুল ইসলাম ৩ উইকেট নেন। শুরুর ধাক্কা পরবর্তীতে আর সামলে উঠতে না পররলে শেষ পর্যন্ত ১৯ দশমিক ১ ওভারে ১০২ রানে অলআউট হয় গায়ানা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন শাই হোপ। লোয়ার অর্ডারে কেমো পলের ১৮ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। রংপুরের কামরুল ৩ দশমিক ১ ওভার বল করে ১৩ রানে ৪ উইকেট নেন। এছাড়া হারমিত সিং ১২ রানে নেন ৩ উইকেট। ম্যাচ সেরা হন খুশদিল।