সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা আহছানিয়া মিশনের ক্ষমতা কুক্ষিগতকারী বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ দুর্নীতিবাজদের বিচারের দাবীংেত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট আশাশুনি উপজেলা জামায়াতের কমিটি গঠন আশাশুনি সমাজ কল্যাণ পরিষদে অর্থে ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরণ নূরনগর আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন আশাশুনি টঙ্গী ইজতেমায় হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরা উলামা পরিষদের মানব বন্ধন সাতক্ষীরায় কৃষি ঋণ কমিটির সভা নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ ছাত্রীর বড়ীতে \ উচ্ছ্বাসিত শিক্ষার্থী পরিবার বটিয়াঘাটায় ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

অবশেষে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ যুব দল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

এফএনএস স্পোর্টস: সিনিয়ররা নিকট অতীতে পাকিস্তান সফর করলেও যুবাদের সেই অভিজ্ঞতা বেশ পুরনো। সর্বশেষ ২০০৭ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তান সফর করেছিল। ১৫ বছর পর আবার সেখানে খেলতে যাচ্ছে যুবারা। এবারের সফরে ৫টি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী বাংলাদেশ ১ নভেম্বর পাকিস্তানের মাটিতে পা রাখবে। সফরের ৬টি ম্যাচই অনুষ্ঠিত হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। ৪ নভেম্বর চার দিনের ম্যাচ দিয়ে শুরু সফরের আনুষ্ঠানিকতা। তার পর ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ৪৫ ওভারের ওয়ানডে ম্যাচ। সর্বশেষ সফরে ৪ দিনের ম্যাচটি ড্র হয়েছিল। তবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জেতে ৩-২ ব্যবধানে। সেবার ওয়ানডে অনুষ্ঠিত হয়েছিল ৫০ ওভারের। এই বছর পাকিস্তান সফর করা প্রথম জুনিয়র টিমও বাংলাদেশ। সূচি: ১ নভেম্বর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আগমন। ৪-৭ নভেম্বর: চার দিনের ম্যাচ। ১০ নভেম্বর: প্রথম ওয়ানডে। ১২ নভেম্বর: দ্বিতীয় ওয়ানডে। ১৪ নভেম্বর: তৃতীয় ওয়ানডে। ১৬ নভেম্বর: চতুর্থ ওয়ানডে। ১৮ নভেম্বর: পঞ্চম ওয়ানডে। ১৯ নভেম্বর: বাংলাদেশ পাকিস্তান ছেড়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com