কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭ নং চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চন্দনপুর ইউনাইটেড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম এর সহধর্মিণী যশোরের মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক বিথী বেগমের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে মহরুমার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে কবরস্থ করা হয়। মরহুমার জানাযা নামাজে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন এবং তাঁর বিদেয়ী আতœার মাগফেরাত কামনা করেন। উলেখ্য: বিথী বেগম (৫৫) হৃদ রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সুত্রে জানা যায়।