রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

অবসরের ঘোষণা দিলেন কিউই পেসার ওয়াগনার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাঁহাতি পেসার নিল ওয়াগনার। ব্ল্যাকক্যাপসদের ঘরোয়া ক্রিকেটে আর দেখা যাবে না এই পেসারকে। চলমান প্লাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিস্ট্রিক্ট বনাম ওটাগোর ম্যাচটি এই বাঁহাতি পেসারের শেষ ঘরোয়া ম্যাচ। গত শুক্রবার ইনস্টাগ্রামে নিজের অবসরের সিদ্ধান্ত জানান ওয়াগনার। সাথে জানিয়েছেন এবার কাউন্টি ক্রিকেট ও অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে খেলার দিকে মনোনিবেশ করবেন তিনি। বিদায়ের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে ওয়াগনার বলেন, ‘১৭ বছর আগে আমি নিউজিল্যান্ডে এসেছিলাম এবং ওটাগোর হয়ে এনডির(নর্দান ডিস্ট্রিক্ট) বিপক্ষে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম! আগামীকাল নিউজিল্যান্ডে ওটাগোর বিপক্ষে এনডির হয়ে খেলাটি আমার শেষ! বিদেশে যাওয়ার আগে কাউন্টি ক্রিকেট এবং পরবর্তী অভিযানে খেলতে যাব! আমি অত্যন্ত ভাগ্যবান যে এই দুইটি দুর্দান্ত অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করতে পেরেছি যারা আমাকে ব্ল্যাকক্যাপ হওয়ার এবং সর্বোচ্চ স্তরে খেলার প্ল্যাটফর্ম দিয়েছে! কিছু অসাধারণ স্মৃতি এবং বছরের পর বছর ধরে আমার সমস্ত বন্ধুদের এবং আমার পরিবারকে অসাধারণ ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই!!’ ঘরোয়া ক্রিকেটে এখন পর্যন্ত ২১১ ম্যাচে ৮৪১ উইকেট শিকার করেছেন ওয়াগনার। ইনিংসে পাঁচ উইকেট বা ততোধিক উইকেট পেয়েছেন ৩৬ বার। দশ উইকেট নিয়েছেন দুই বার। ২০২৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় বলা ওয়াগনার নিউজিল্যান্ডের হয়ে সাদা বলে কোন সুযোগ পাননি। তবে লাল বলে উজ্জ্বল ছিলেন তিনি। দেশের হয়ে ৬৪ টেস্টে ওয়াগনার নিয়েছেন ২৬০ উইকেট। ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন ৯ বার। আছে ৭ উইকেট শিকারের কীর্তি। ব্যাট হাতে করেছেন ৮৭৫ রান। তার মধ্যে একটি ফিফটিও রয়েছে। ২০২১ সালে নিউজিল্যান্ডকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন ওয়াগনার।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com