শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

অবিশ্বাস্য কামব্যাকে ফাইনালে রংপুর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

প্রথম দুই ম্যাচ হারের পর টানা দুই জয়ে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। গতকাল সকালে লিগ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে বৃষ্টি আইনে ২৩ রানে হারিয়েছে রংপুর। এই জয়ে ৪ ম্যাচে ২টি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে ফাইনাল নিশ্চিত করে রংপুর। সমানসংখ্যক ম্যাচে রংপুরের মত ৪ করে পয়েন্ট আছে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং লাহোরেরও। কিন্তু রান রেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালের টিকিট পায় রংপুর। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আগেই ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া। আজ টুর্নামেন্টের ফাইনালে ভিক্টোরিয়ার বিপক্ষে খেলবে রংপুর। লিগ পর্বে ভিক্টোরিয়ার কাছে ১০ রানে হেরেছিলো রংপুর। বৃষ্টির কারণে ৯ ওভারে নির্ধারিত হয় রংপুর-লাহোরের ম্যাচটি। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৬ বলে ৪৭ রানের সূচনা করেন রংপুরের দুই ওপেনার যুক্তরাষ্ট্রের স্টিভেন টেইলর ও সৌম্য সরকার। জুটিতে ৩টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ২২ রান করে আউট হন সৌম্য। এই জুটিতে টেইলর করেন ১৩ বলে ২৩ রান। দলীয় ৪৭ রানে সৌম্য ফেরার পর ক্রিজে এসে দ্রুত রান তুলতে থাকেন সাইফ হাসান। টেইলরের সাথে দ্বিতীয় উইকেটে ২৮ বলে অবিচ্ছিন্ন ৩৮ রান যোগ করেন সাইফ। এতে ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রানের সংগ্রহ পায় রংপুর। মাত্র ১ উইকেট হারানোয় লাহোরকে বৃষ্টি আইনে ৯ ওভারে ১১১ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় রংপুর। ব্যাট হাতে রংপুরের হয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন টেইলর। ১৪ বলে ২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন সাইফ। টেইলর ও সাইফের ইনিংসে সমান ৪টি চার ও ১টি ছক্কা ছিলো। ৯ ওভারে ১১১ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারেই তিন উইকেট হারায় লাহোর। স্পিনার মাহেদি হাসানের করা ওভারের তৃতীয় বলে রান আউট হন লাহোরের ওপেনার এডাম রোসিংটন। এরপর চতুর্থ বলে লুক ওয়েলসকে এবং পঞ্চম বলে মোহাম্মদ ফাইজানকে শিকার করেন মাহেদি। ১ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে লাহোর। ইনিংসের তৃতীয় ওভারে লাহোরকে হারের মুখে ঠেলে দেন মাহেদি। মোহাম্মদ আশলাককে নিজের তৃতীয় শিকার বানান মাহেদি। ১৪ রানে ৪ উইকেট হারানোর পর আর ঘুড়ে দাঁড়াতে পারেনি লাহোর। নির্ধারিত ৯ ওভারে ৭ উইকেটে ৮৭ রানের বেশি তুলতে পারেনি লাহোর। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন মির্জা বেগ। রংপুরের মাহেদি ২ ওভারে ১১ রানে ৩টি এবং ইংল্যান্ডের জ্যাক চ্যাপেল ২ ওভারে ১৭ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন টেইলর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com